এস এম আকাশ : কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পণ্য জব্দ করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে, মায়ানমার থেকে মাদক চোরাচালানের বিনিময়ে বাংলাদেশি পণ্য পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট, আলকাতরা, কোমল পানীয় ও ঔষধ সামগ্রী জব্দ করেছে কোস্ট গার্ড।’
বুধবার (১৫ অক্টোবর ২০২৫ইং তারিখ) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে
এ তথ্য জানান।’
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে, জানা যায় একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা, মদ’সহ অন্যান্য মাদকদ্রব্য মায়ানমার থেকে দেশে পাচার করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল ৫ ঘটিকার সময় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজারের সদস্যরা মহেশখালী সদর থানাধীন বড়দিয়া সংলগ্ন লবণের ঘোনায় বিশেষ অভিযান পরিচালনা করেন।’
অভিযান চলাকালীন তল্লাশিতে প্রায় ১৩ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ৫০০ বস্তা সিমেন্ট, ২৩,০৮৮ পিস এনার্জি ড্রিংক, ২৮৪ গ্যালন আলকাতরা, ৫০০ বোতল জিও ভিটা সিরাপ এবং ১৩৫ কেজি নাইলন সুতা জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।’
জব্দকৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়া চলছে।’