মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে পূর্ব শক্রতার জের ধরে গৃহবধূকে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে । আহত গৃহবধূর তাসলিমা বেগম (৫৫) কে উদ্বার করে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।
এ ঘটনায় ১১ই অক্টোবর বাদী হয়ে টঙ্গিবাড়ী থানায় পনির বেপারী, আক্তার হোসেন বাবলু, সোহেল বেপারী, ময়না বেগমকে আসামী করে একটি অভিযোগ করেন ।
জানা গেছে, টঙ্গিবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের চাষিরি গ্রামে আলো বেপারীর সাথে পাশের বাড়ীর পনির বেপারী গংদের সাথে দির্ঘ দিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে । এরই জের ধরে ১০ই অক্টোবর সন্ধা ৬ টার সময় পনির বেপারী সহ অন্যান্য আসামীরা নিজ বসত ঘরের ভিতরে প্রবেশ করিয়া অকথ্য ভাষায় গারিগালাজ করিতে থাকে এসময় আলো বেপারীর স্ত্রী তাসলিমা বেগম প্রতিবাদ করিলে আসামীরা হ্মিপ্ত হয়ে কাঠের ডাসা, ঝাড়ু ও কিল ঘুসি দিয়ে শরীরে বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে।
এসময় আহতর ছেলে সোহাগ বেপারীর মারধর করার চেষ্ঠা করে । আসামীরা মারধর করে চলে যাবার সময় প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায় । তারা যে কোন সময় আমাদের বড় ধরনের হ্মতি করিতে পারে । তাদের ভয়ে আমরা আতঙ্কে বসবাস করছি বলে জানান তাসলিমা বেগম । মামলা তদর্ন্তকারী কর্মকর্তা এস আই মোস্তাফিজুর রহমান জানান, থানায় একটি অভিযোগ হয়েছে মামলার তদর্ন্ত চলমান রয়েছে ।