1. admin@channelpratidin.com : admin :
  2. admin@challenpratidin.com : Newsdesk :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন

পাবনায় এমপিওভুক্ত শিক্ষকদের দাবি পূরণে আন্দোলন অব্যাহত

প্রতিবেদক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

সফিক ইসলাম: মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম ৩ হাজার টাকা) বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে টানা কয়েকদিন  ধরে রাস্তায় আন্দোলন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। কখনো জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায়, কখনো কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বা হাইকোর্টের সামনের সড়কে কর্মসূচি পালন করছেন। এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে ১৬ সেপ্টেম্বর বেলা ১১টায় দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারির দাবিতে পাবনা প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছেন শিক্ষক-কর্মচারীরা।

শিক্ষাবর্ষের শেষ সময়ে এমন পরিস্থিতিতে  এসে শিক্ষার্থীদের পড়াশোনা ক্ষতির মুখে পড়েছে। পাশাপাশি রাস্তার আন্দোলনে শিক্ষকদের যেমন কষ্ট হচ্ছে, তেমনি সাধারণ মানুষকেও ভোগান্তিতে পড়তে হচ্ছে। পরিস্থিতি এমন চললেও সরকারের পক্ষ থেকে তা নিরসনে এখন পর্যন্ত কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি।

৩০ সেপ্টেম্বর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়ার ভাতা ৫০০ টাকা বাড়ানোর বিষয়ে অর্থ বিভাগের সম্মতিপত্র প্রকাশের পর শিক্ষকদের মধ্যে ক্ষোভ বাড়ে,শিক্ষকদের ভাষ্য সামান্য ভাতা বৃদ্ধি পেয়েছে যা শিক্ষকদের জন্য লজ্জার।

শতাংশের হারে বাড়িভাড়া চাওয়ার পেছনে তাঁদের আরেকটি যুক্তি হলো, এটি করা হলে স্বয়ংক্রিয়ভাবে বিশেষ করে পরবর্তী নতুন বেতন স্কেল করার সময় তা স্বাভাবিকভাবেই বাড়বে। এখন শিক্ষক-কর্মচারীদের অন্য দুটি দাবি হলো উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।

শিক্ষকগণ অবস্থান কর্মসূচি ও মানববন্ধন শেষে ডিসি মহোদয়ের নিকট সাবেককে পেশ করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরোও সংবাদ
© All rights reserved © 2025