1. admin@channelpratidin.com : admin :
  2. admin@challenpratidin.com : Newsdesk :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন

জাল নোট প্রতিরোধে কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা জারি

প্রতিবেদক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

সম্প্রতি বিভিন্ন সামাজিক মাধ্যমসহ গণমাধ্যমে দেশে জাল নোট প্রবেশের প্রতিবেদন প্রকাশের পর বাংলাদেশ ব্যাংক সতর্কতা জারি করেছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাল নোট প্রতিরোধে বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেতন রয়েছে। এরপরও সন্দেহজনক নোট পেলে বা এ সংক্রান্ত কোনো তথ্য জানলে অবিলম্বে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হলো। একই সঙ্গে ঝুঁকি এড়াতে ব্যাংক ও ডিজিটাল মাধ্যমে লেনদেনের পরামর্শ দেওয়া হয়েছে।

সম্প্রতি দেশের কয়েকটি জায়গায় জাল নোট উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। গতকালও চট্টগ্রামে ২০ কোটি টাকার জাল ডলার ও টাকা উদ্ধার করে র‍্যাব। কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে জাল নোট নিয়ে অনেকেই পোস্ট দিচ্ছেন। কেউ কেউ লিখেছেন, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে জাল নোট ছাপিয়ে বাংলাদেশে ছাড়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তায় বলা হয়েছে, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যম ও দৈনিক পত্রিকায় বিপুল পরিমাণ নোট বাংলাদেশে প্রবেশ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ ধরনের তথ্য জনসাধারণের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী জাল নোট তৈরি, বহন ও লেনদেন করা সম্পূর্ণভাবে অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাল টাকার বিস্তর ও ক্ষতিকর দিক নিয়ে সম্পূর্ণ সচেতন। জাল টাকার প্রচলন রোধে নিয়মিতভাবে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ প্রেক্ষিতে নগদ লেনদেনে জনসাধারণকে অধিকতর সতর্কতা অবলম্বন এবং জাল নোট প্রচলন প্রতিরোধে বিভিন্ন পরামর্শ দেওয়া যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংক নোট গ্রহণের সময় নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য যেমন– জলছাপ, অসমতল ছাপা, নিরাপত্তা সুতা, প্রযোজ্য ক্ষেত্রে রং পরিবর্তনশীল কালি, ক্ষুদ্র লেখা ইত্যাদি যথাযথভাবে যাচাই করার পরামর্শ দিয়েছে। এ ছাড়া বড় অঙ্কের লেনদেন ব্যাংকিং চ্যানেলে ও নগদ লেনদেনে যথাসম্ভব ডিজিটাল পদ্ধতি ব্যবহার করার পরামর্শ দিয়েছে। এ ছাড়া সন্দেহজনক নোট পেলে বা এ সংক্রান্ত কোনো তথ্য জানতে পারলে অবিলম্বে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সরাসরি অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। আসল নোটের বৈশিষ্ট্য বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং প্রতিটি ব্যাংক শাখার দৃশ্যমান স্থানে ব্যানার বা পোস্টার টানানো রয়েছে। এসব দেখে ভালোভাবে যাচাই করে লেনদেন করতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক কয়েক বছর ধরে জাল নোট ও নগদ পরিবহনের ঝুঁকি ও খরচ কমাতে ক্যাশলেস লেনদেনের ওপর জোর দিচ্ছে। গত কয়েক বছরে এমএফএস, ব্যাংক অ্যাকাউন্টসহ বিভিন্ন মাধ্যমে ডিজিটাল লেনদেন অনেক বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরোও সংবাদ
© All rights reserved © 2025