1. admin@channelpratidin.com : admin :
  2. admin@challenpratidin.com : Newsdesk :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন

চকরিয়ায় অটোরিক্সা থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার: স্বামী-স্ত্রী গ্রেফতার

প্রতিবেদক
  • প্রকাশ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

এস এম আকাশ : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ব্যাটারি চালিত অটোরিক্সা থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাচারকারী স্বামী-স্ত্রী দু’জনকে গ্রেফতার করা হয়।

বুধবার (১৫ অক্টোবর ) সকাল ৮টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের সেনা ক্যাম্প সংলগ্ন এমপি চেক পোস্টের সামনে এ অভিযান চলে।

গ্রেফতারকৃতরা হলেন, চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় বসবাসরত সৈয়দ আহমদের পুত্র জহির আলম (৫৪) ও তার স্ত্রী শাহেনা বেগম (৪৬)। তারা উভয়ই কুতুবদিয়া উপজেলার মধ্যম কৈয়ারবিল এলাকার বাসিন্দা।

পুলিশ সুত্রে জানা যায়, চকরিয়ার ফাঁসিয়াখালী এলাকা দিয়ে ইয়াবা পাচারের “গোপন তথ্যের ভিত্তিতে” চকরিয়া থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। থানার উপপরিদর্শক আবুল খায়ের ও মোঃ সোহরাব সাকিব এ অভিযানের নেতৃত্ব দেন। অভিযানকালে সন্দেহভাজন একটি অটোরিক্সা তল্লাশী চালিয়ে কালো ব্যাগ মোড়ানো অবস্থায় ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় নারী পুরুষ দু’জনকে। জিজ্ঞেসবাদে তারা উভয়ে স্বামী-স্ত্রী বলে জানায়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, মাদক পাচারের “গোপন তথ্যের ভিত্তিতে” অভিযান পরিচালনা করা হয়। এসময় ২০ হাজার ইয়াবা’সহ নারী-পুরুষ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরোও সংবাদ
© All rights reserved © 2025